সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, গরিব ও অসহায় মানুষের জন্য জীবনমান উন্নয়নে সমাজকল্যান মন্ত্রনালয়ের মাধ্যমে ৫৪ প্রকারের ভাতা দিচ্ছে সরকার।
লালমনিরহাটের সাপ্টিবাড়ি ইউনিয়ন পরিষদ মাঠে ভিক্ষুক পুনবাসনে অনুদান বিতরন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেন, বিশ্বের কাছে বাংলাদেশকে পরিচিত করেছেন বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান। সেই দেশকে বিশ্বের উন্নয়নের রোলমডেলে পরিনত করেছেন তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক সময় বাংলাদেশকে ফকিরের দেশ বলত। এখন সেই ফকিরের দেশের উন্নয়ন দেখে অবাক বিশ্ববাসী।
সমাজকল্যান মন্ত্রী আরও বলেন, হায়েনার দল বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু দেশবাসী তা করতে দেয়নি। আজকে দেশের উন্নয়ন দেখে সেই হায়েনার দল ষড়যন্ত্র শুরু করেছে। দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ্য করতে চায়। এই হায়েনার ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। একই সাথে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে হায়েনাদের উচিৎ জবাব দিতে সবার প্রতি আহবান জানান মন্ত্রী।
আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জি আর সারোয়ারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লালমনিরহাট সমাজসেবা অধিদফতরের উপ পরিচালক আব্দুল মতিন, ভেলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক রফিকুল আলম, সাপ্টিবাড়ি ইউপি চেয়ারম্যান আব্দুস সোহরাব, উপজেলা সমাজসেবা অফিসার রওশন আলী মন্ডল প্রমুখ।
অনুষ্ঠানে সাপ্টিবাড়ি ইউনিয়নের ১৬ জন ভিক্ষুককে পুনবাসন করতে জনপ্রতি একটি করে ব্যাটারী চালিত রিকসা এবং বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত ২২জনকে জনপ্রতি ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।