পটুয়াখালীর গলাচিপায় ভাড়াটিয়ার কুটকৌশলে দোকান ও বসবাসযোগ্য স্থাপনা থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের নিরঞ্জন বিশ্বাসের ছোট ভাই স্বপন বিশ্বাস ওরফে মনু বিশ্বাস।
সূত্রমতে জানা যায়, গলাচিপা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের স্থানীয় বটতলা বিশ্বাস ড্রাগ নামক স্থানে স্বাধীনতা যুদ্ধের পূর্ব থেকে ব্যবসা ও বসবাস করে আসছিল এই শহীদ পরিবারের সদস্যবৃন্দ। যুদ্ধের সময় পাক হানাদার বাহিনী নিরঞ্জন বিশ্বাস (অবিবাহিত) কে ধরে নিয়ে নির্মমভাবে হত্যা করে। যুদ্ধ পরবর্তী সময়ে বৃদ্ধ পিতা, মাতা ও ছোট ভাই, বোন সহ ব্যবসার হাল ধরতে হয় নিখিল বিশ্বাসকে।
আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের উত্তর সোনাখালী গ্রামে এই পরিবারের স্থায়ী ঠিকানা থাকলেও জমি-জমা ও ব্যবসার বিচরণ ছিল পটুয়াখালী ও বরগুনা জেলার বিভিন্ন উপজেলায়। আর এ সকল কিছুর অবদান বীর মুক্তিযোদ্ধা শহীদ নিরঞ্জন বিশ্বাসের সৃষ্টি। তার শহীদ হওয়ার পর থেকে পরিবারের মনোবল দুর্বল হলেও স্বাভাবিক হতে না হতেই দূর্বৃত্ত ডাকাত দলের আঘাতে মৃত্যু হয় নিখিল বিশ্বাসের। এই সম্ভ্রান্ত পরিবারের সদস্যগণ একের পর এক ষড়যন্ত্রের জালে জড়িয়ে পরে প্রান দিতে হয়েছে।
ওই পরিবারের স্থাপনা ব্যবহারকারীদের সাথে নিরব বিরোধ সু-সম্পর্ক থাকলেও ছোট ভাই স্বপন বিশ্বাস ওরফে মনু সন্ধিহান আতঙ্কে জীবন কাটাচ্ছে। এদিকে গলাচিপা পৌরসভার বটতলার ১ম শ্রেণির ঠিকাদার বীর মুক্তিযোদ্ধা শহীদ নিরঞ্জন বিশ্বাসের রেখে যাওয়া ৩ শতাংশ জমিতে থাকা একটি দোকান ও বসতঘর রাতের আঁধারে দখলে নিয়েছে ওই পরিবারের দেয়া ভাড়াটিয়া অনিল মন্ডল ও তার অঙ্গ-সঙ্গরা। এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা শহীদ পরিবারের নিরঞ্জন বিশ্বাসের ছোট ভাই স্বপন বিশ্বাস (মনু) বলেন, আমার ভাইয়ের রেখে যাওয়া জায়গায় দোকান ভাড়া দেই।
সেই দোকানের ভাড়াটিয়া মালিক হওয়ার জন্য আমাদের ভাড়াটিয়া সহকারী কমিশনার ভূমির কাছে ডিসিআর নেওয়ার জন্য মরিয়া হয়ে পড়েছে। তিনি আরও বলেন, আমি পটুয়াখালী জেলা প্রশাসকের কাছে ডিসিআরের জন্য লিখিত আবেদন করি। জেলা প্রশাসক আবেদনটি আমলে নিয়ে এডিসি রেভিনিউকে প্রদান করেন। এডিসি রেভিনিউ আবেদনটি আমলে নিয়ে গলাচিপা সহকারী কমিশনার ভূমিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে সহকারী কমিশনার ভূমি, সদর তহশীলদার ও গলাচিপা সার্ভেয়ারকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেন। আমি এর সুষ্ঠু বিচার চাই। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার ভূমি মহোদয়ের সদয় দৃষ্টি কামনা করছি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।