গাইবান্ধা সদরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান খিদির শরীফ আলওয়াহেদী উচ্চবিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. ওয়াহেদুজ্জামান সবুজ।
মঙ্গলবার সকালে গাইবান্ধা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে ওই নির্বাচন অনুষ্ঠিত হয়। তিনি বিনা প্রতিদ্বন্দ্বীতা নির্বাচিত হন।
জানাগেছে , স্কুল পরিচালনায় গত ২৭ আগস্ট এ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্যের ৪ পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিতরা হলেন- মো. শাহ আলম, মো.কবীর হোসেন, মো. লেবু প্রামানিক এবং মোঃ জাহিদুল ইসলাম । এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় দাতা সদস্য হয়েছেন মো. খাইরুল ইসলাম মন্ডল, শিক্ষক প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান মিনু, শ্রী রনজিত কুমার, এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হয়েছেন সেলিনা বেগম।
নবনির্বাচিত সভাপতি মো. ওয়াহেদুজ্জামান সবুজ বলেন বলেন, তিনি খিদির শরীফ আলওয়াহেদী উচ্চবিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কাজ করবেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।