প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৯, ২০২৫, ৪:১১ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ৬, ২০২৩, ৫:২২ অপরাহ্ণ
গাউকের দায়িত্ব বুঝে নিলেন আজমত উল্লা খান

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে পরাজয়ের পর গত রোববার আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের উপসচিব মো: রফিকুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছিল, গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ২০২০ এর ধারা ৭ (১) ও ৭ (২) অ্যাডভোকেট আজমত উল্লা খানকে অন্যান্য প্রতিষ্ঠান সংগঠনের সঙ্গে কর্ম সম্পর্কে পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল এই নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের সচিব মোস্তাফিজুর রহমান বলেন বর্তমানে ৭ জন কর্মকর্তা-কর্মচারী দিয়ে সেবা কার্যক্রম চালানো হচ্ছে। নতুন চেয়ারম্যান এর মাধ্যমে আশাকরি আরো ভালোভাবে আমাদের কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন আজমত উল্লা খান। কিন্তু স্বতন্ত্র মেয়ের প্রার্থী জায়েদা খাতুন এর কাছে ১৬ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে হেরে যান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.