কর্মপরিবেশকে কার্যকর, সুষ্ঠু ও শৃঙ্খলাময় পরিবেশ তৈরি করার লক্ষ্যে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) ‘অফিসের নিয়ম-কানুন ও গোপনীয়তা, কর্মস্থলের সুরক্ষা এবং স্বাস্থ্যবিধি অনুশীলন' বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এবং বিশ্ববিদ্যালয়ের অফিস সহায়ক ও সমমানদের নিয়ে প্রশিক্ষণটি আজ সকাল সাড়ে ১০টায় আইকিউএসি'র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপবিষ্ট ছিলেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান।
আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন গাকৃবি'র ট্রেজারার প্রফেসর ড.মোঃ সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা। বিশ্ববিদ্যালয়ের ৪৫ জন অফিস সহায়কদের অংশগ্রহণে অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষক ছিলেন আইকিউএসি'র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, আইকিউএসি'র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান, গাকৃবি'র রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধা এবং মেডিক্যাল অফিসার আব্দুল্লাহ আল মেহেদী হাসান।
প্রশিক্ষণে রেজিস্ট্রার অফিসের নিয়ম-কানুন এবং বিধি-বিধান মেনে চলার গুরুত্ব, কর্মস্থলের নীতিমালা, শিষ্টাচার, চাকুরি বিধিমালা অফিসের গোপনীয়তা ও তথ্য রক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপস্থাপন করেন। অন্যদিকে সরকারি কর্মচারীদের শৃঙ্খলা, অসদাচরণমূলক কার্যকলাপ, দণ্ড ও পুরস্কার বিষয়ে তথ্য তুলে ধরেন ড. শরীফ রায়হান। মেডিক্যাল অফিসার আবদুল্লাহ্ আল মেহেদী হাসান কর্মস্থলে ব্যক্তিগত স্বাস্থ্যবিধির গুরুত্ব, পরিচ্ছন্নতা বিষয়ে বিস্তর সচেতনতামূলক সচিত্র তথ্য উপস্থাপন করেন।
প্রশিক্ষণের শেষ পর্যায়ে প্রশিক্ষণকে কার্যকর করতে ইন্টারঅ্যাক্টিভ ও মতামত গ্রহণ সেশনের স্পিকার ছিলেন ড. আইভী। প্রশিক্ষণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, নিজেদের কর্মজীবনকে শাণিত করতে কর্মক্ষেত্রে সততা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ মানদন্ড। সেক্ষেত্রে সরকারি বিধিমালা অনুসরণ করে নিজেদের দায়িত্বসমূহ যথার্থভাবে পালনের আহ্বান জানান উপাচার্য। প্রশিক্ষণে আলোচিত বিষয়সমূহ শতভাগ মেনে চললে এ বিশ্ববিদ্যালয় যেকোনো বৈশ্বিক র্যাঙ্কিংয়ে দেশের শীর্ষস্থান অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও শীর্ষবিশ্ববিদ্যালয়গুলো সাথে প্রতিযোগিতা করতে সক্ষম হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রশিক্ষণের মাধ্যমে আলোচিত নিয়মাবলি একদিকে যেমন কর্মচারীদের অধিকার আদায় ও দায়বদ্ধতা স্পষ্ট করবে তেমনি তথ্যের গোপনীয়তা রক্ষা করে বিশ্ববিদ্যালয়ের উৎকর্ষ সাধনে সহায়ক হবে মনে করেন উপস্থিত প্রশিক্ষণার্থীরা।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।