প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৪:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২২, ২০২৫, ৬:৫৭ পূর্বাহ্ণ
গাকৃবিতে বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫ পালিত

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) তার ৫০ বছরের দীর্ঘমেয়াদি মাস্টার প্ল্যানের আলোকে সবুজ, পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব ক্যাম্পাস নির্মাণের লক্ষ্য নিয়ে "বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫" পালন করেছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে এ কর্মসূচি পালন করা হয়।
এই সময়োপযোগী ও মহৎ উদ্যোগের মাধ্যমে বিশ্ববিদ্যালয় প্রশাসন এক নতুন অধ্যায়ের সূচনা করলো যেখানে শিক্ষার পাশাপাশি পরিবেশ-সচেতনতা, টেকসই উন্নয়ন এবং প্রজন্মান্তরে পরিবেশের ভারসাম্য রক্ষার প্রতিশ্রুতি প্ৰতিফলিত হয়েছে।
এ কর্মসূচিকে ঘিরে সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীগণের বৃহৎ অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রশাসনিক ভবন চত্বর থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয় পরিভ্রমণ করে নতুন কৃষি অনুষদ ভবন চত্বরে গিয়ে শেষ হয় ।
প্রাণবন্ত এই শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে যেন সবুজের জয়গান গেয়ে যায়। র্যালি শেষে নতুন কৃষি অনুষদ সংলগ্ন স্থানে একটি বকুল গাছ রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য জিকেএম
মোস্তাফিজুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ, বৃক্ষরোপণ ও পরিবেশ দিবস কমিটির আহ্বায়ক প্রফেসর ড. প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, কমিটির সদস্য-সচিব প্রফেসর ড. মোঃ আবিয়ার রহমান, রেজিস্ট্রার মোঃ আবদুল্লাহ্ মৃধাসহ
বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
বৃক্ষরোপণ শেষ করে এ কর্মসূচির উপর বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামের সামনে একটি সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
ড. আইভীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রার এবং পরিচালকবৃন্দ। বক্তব্যে তাঁরা প্রকৃতির ভারসাম্য রক্ষায় এবং মানবকুলের জন্য বৃক্ষের বহুমুখী প্রয়োজনীয়তা ও অবদানের কথা তুলে ধরেন।
পরে ক্রমবর্ধমান জলবায়ুর পরিবর্তন মোকাবেলায় বৃক্ষের কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন,“বিশ্ববিদ্যালয়ের ৫০ বছরের মহাপরিকল্পনার আওতায় পরিবেশবান্ধব অবকাঠামো, সবুজায়ন, সৌরশক্তি ব্যবহার এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। "বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৫" সেই বৃহৎ স্বপ্ন বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।” উপাচার্য আরো বলেন, “গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান, আর সেই প্রাণের গভীরে প্রকৃতির অবিচ্ছেদ্য সংযোগ থাকা আবশ্যক।” সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যদিয়ে একর্মসূচির সমাপ্তি ঘটে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.