প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১২, ২০২৫, ৯:০১ পূর্বাহ্ণ
গাজীপুরের কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে ৫৮০ পিস ইয়াবাসহ দুই মাদক করবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮ টার সময় মহানগরীর কোনাবাড়ী বাঘিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন,জামালপুর জেলার বকশীগঞ্জ থানার বকশীগঞ্জ উত্তর বাজার এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মো.বিল্লাল হোসেন কামার (৫২) অপরজন হলেন, মহানগরের কোনাবাড়ী থানাধীন বাঘিয়া এলাকার মৃত আমানউল্লাহর ছেলে মোঃ রাজীব (৩২)।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তাদের দুজনের বিরুদ্ধে কোনাবাড়ি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.