প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৫, ২০২৩, ১২:৩৩ পূর্বাহ্ণ
গাজীপুরের কোনাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে
সড়ক দুর্ঘটনায় সজিব মিয়া (১৪) নামে এক পোশাক শ্রমিককের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯ টা সময় ঢাকা টাঙ্গাইল মহাসড়ক কোনাবাড়ী আঞ্জুমান পাম্প এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহত সজিব মিয়া রাজশাহী জেলার গুপাইল গ্রামের আয়নালের ছেলে। সে কোনাবাড়ী থানাধীন দেওলিয়াবাড়ী এলাকায় রমজান আলীর বাড়ীতে ভাড়া থাকতো। সে ভাড়া বাসায় থেকে তাইফ এন্ড তোয়া নীট কারখানায় কাজ করতো।
পুলিশ ও স্থানীয়রা জানান, গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় কারখানা ছুটি হলে সজিব বাসায় যাওয়ার পথে অজ্ঞাত গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এসময় সে গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পরপর গাড়িটি দ্রুত পালিয়ে যায়।
কোনাবাড়ি থানার এস আই জামিউল হাসান সুমন জানান, নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.