প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৯:৩৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২২, ২০২৪, ১২:০১ অপরাহ্ণ
গাজীপুরে আবারো শ্রমিক অসন্তোষ
গাজীপুরের কালিয়াকৈরে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে আন্দোলন করেছে কোকলা কারখানার শ্রমিকরা। এসময় আন্দোলনরত শ্রমিকদের উপর কারখানাটির ভিতর থেকে ইট পাটকেল নিক্ষেপ করলে অনেক শ্রমিক আহত হয়। পরে শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্র ভঙ্গ করে।
সোমবার (২২জানুয়ারি) সকাল সাড়ে ৭ টার সময় উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কোকোলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার সামনে এঘটনা ঘটে।
শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে কোকলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানাটির শ্রমিকরা সোমবার সকাল সাড়ে সাতটায় কারখানা গেটের সামনে অবস্থান করে সরকার ঘোষিত নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবি জানান। এ সময় কারখানাটির ভিতরে অবস্থান করা স্টাফ ও শ্রমিকরা বাহিরে অবস্থান করা শ্রমিকদের লক্ষ করে ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে। পরে বাইরে অবস্থান করা শ্রমিক এবং কারখানাটির ভিতরে অবস্থান করার শ্রমিকদের মাঝে পাল্টাপাল্টি ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়।
আন্দোলনরত শ্রমিকদের দাবি ভিতর থেকে ছড়া ইটের আঘাতে আন্দোলন করা শ্রমিকদের মাঝে ২০-২৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছেন। আহত শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়ে দেয়া হয়েছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কয়েক রাউন্ড সাউন্ড গ্রেনেড ও টিআর শেল নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যায়।
কারখানাটিতে কর্মরত সাবিনা আক্তার জানান,আমরা তো আমাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। সরকার আমাদের জন্য যে বেতন নির্ধারণ করেছে আমরা সেটাই চাই অতিরিক্ত কিছু চাই না। আমাদের উপর কেন হামলা করা হবে?
এবিষয়ে জানতে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করার কারণে কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ এ এফ এম নাসিম জানান,সকালে কোকলা ফুড প্রোডাক্ট লিমিটেড কারখানার শ্রমিকরা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দাবিতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে নেমেছিল। এসময় মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। তিনি আরো বলেন, শ্রমিকরা উত্তেজিত হয়ে পড়লে শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.