প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৬, ২০২৩, ১:৫৯ পূর্বাহ্ণ
গাজীপুরে একদিনে পৃথক স্থান থেকে ২ জনের লাশ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ীতে একদিনে পৃথক স্থান থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ অক্টোবর) রাত ৮ টার সময় জরুন হাজী সাবের ইটখোলায় উজ্জ্বল তালুকদারের বাসা থেকে অঞ্জনা বেগম (২৮) নামে
এক গার্মেন্টস কর্মীর লাশ উদ্ধার করা হয়।
নিহত অঞ্জনা বগুড়া জেলার ধনুট থানার গোসাঁই গ্রামের মঞ্জু প্রামাণিকের মেয়ে এবং মজনু মিয়ার
স্ত্রী।
স্থানীয়রা জানায়, অঞ্জনা স্থানীয় একটি পোশাক কারখানায় অপারেটর পদে চাকুরী করতো।
ওইদিন তার দুপুর ২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত অফিস ছিলো। কিন্তু সে অফিসে যায়নি। রাত ৮ টা সময় তার ছোট ভাই মাসুম ভাত খেতে আসলে ভেতর থেকে দরজা বন্ধ করা দেখতে পায়। একাধিক বার ডাকাডাকি করেও যখন দরজা খুলছিলনা তখন পাশের রুমের সিলিং এর উপর দিয়ে গিয়ে দেখতে পায় তার বোন গলায় ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করেছে। পরে পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
অপর দিকে রাত ১০ টা সময় কোনাবাড়ী থানাধীন কুদ্দুস নগর এলাকা থেকে শোবা আক্তার (১৪) নামে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শোবা আক্তার নড়াইল জেলার লোহাগড়া থানার
কারফা মল্লিকপুর গ্রামের আবুল খায়ের ওরফে এজাজুল সিকদারের মেয়ে। সে বাবা মার সাথে ভাড়া বাসায় থাকতো। তারা বাবা, মা স্থানীয় একটি পোশাক কারখানায় চাকুরী করতো।
স্থানীয়রা জানান, রাত সোয়া ১০ টা সময় তার মা অফিস থেকে বাসায় এসে দেখতে পায় বারান্দার গ্রিল ভেতর থেকে আটকানো এবং রুমের দরজা চাপানো বাহির থেকে গ্রিলের দরজা খুলে রুমের দরজা ধাক্কা দিয়ে দেখতে পায় তার মেয়ে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
জিএমপি কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাইদ জানান,লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি জানান,এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.