গাজীপুরে নিজ এলাকা মাদক মুক্ত ঘোষণা করার পর কাউন্সিলরের পুত্রকেই অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার করা হয়েছে । আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করায় প্রতিপক্ষ মাদককারবারিরা তার ছেলে রহুল আমীন রাজিবকে ফাঁসনো হেয়েছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন ২৭নং ওয়ার্ড কাউন্সিলর জাবেদ আলী জবে । গাজীপুর প্রেস ক্লাবে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গাজীপুর সিটি কর্পোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাবেক সহ - সভাপতি জাবেদ আলী জবে এলাকা মাদকমুক্ত করার ঘোষণা করেন । এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করেন । এরই ধারাবাহিকতায় গত ৩১ জুলাই মাদক কারবারি মধু ( ৪৫ ) , তাঁর স্বামী হাসেম ( ৫৬ ) এবং তাদের ছেলে মোহবুবুর রহমান সজিব ( ৩০ ) এবং মেয়ে ও মেয়ে জামাতাকে গ্রেফতার করে পুলিশ । এসময় তাদের হেফাজত থেকে মাদক বিক্রির নগদ টাকা , হেরোইন , ইয়াবা , গাজা , পিস্তল , ম্যাগজিনসহ কয়েকটি বুলেট উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী । এ ঘটনায় পুলিশ বাদি হয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ , সদর থানায় কয়েকাটি মামলা রুজু করে । এ কারণে এলাকার কিছু মাদক বিক্রেতা , তাদের মদদদাতা ও রাজনৈতিক প্রতিপক্ষরা ঈর্ষান্বিত হয়ে তার ছেলেকে ওই মামলায় কৌশলে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। ২ সেপ্টেম্বর একই মামলায় কাউন্সিলের পত্র রুহুল আমিন রাজীবকে গ্রেফতার করে পুলিশ । এই ঈর্ষান্বিত মহলের যোগসাজসে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানীকর , মিথ্যা , বানোয়াট ও অসত্য তথ্যের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার ও প্রকাশ করা হয় । তিনি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং সত্য প্রকাশে সকলের সহযোগিতা কামনা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।