প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৩, ১১:৪৭ পূর্বাহ্ণ
গাজীপুরের কোনাবাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী জরুন এলাকায় নাসিরুল ইসলাম (২৪) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ মঙ্গলবার (৪ এপ্রিল) সকালে জরুন এলাকায় জমিদারের ইটভাটায় উজ্জ্বল তালুকদারের বাসা থেকে ওই লাশ উদ্ধার করা হয়।
নিহত নাসিরুল ইসলাম রংপুর জেলার মিঠাপুকুর থানার হাছিয়া ছড়ান গ্রামের মহাসেন আলীর ছেলে।
নিহতের স্ত্রী শান্তি বলেন,সোমবার (৩ এপ্রিল) রাতে খাওয়া দাওয়া শেষে সাড়ে ১১ টা সময় ঘুমাই পড়ি। রাত চারটার সময় সেহরি খেতে উঠে দিকে সে আমার পাশে নাই। পরে আমার শাশুড়ীর রুমে খোঁজ নিয়ে না পেয়ে পাশের রুম গুলোতে খোঁজাখুজি করি। একপর্যায়ে দেখি পাশের খালি রুমে আড়ার সাথে ফাঁসি দিয়ে ঝুলে আছে। পরে আমার ডাক চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে এবং পুলিকে খবর দেয়। তিনি আরো বলেন
প্রায় দেড় বছর ধরে তার মাথায় সমস্যা ছিলো। মাঝেই সে রাগ করে থাকতো।
এদিকে বুকের ধন ছোট ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা লাইজু বেগম। বিলাপ করতে করতে বলতে থাকেন তোমরা আমার ছাওয়ালেক কুটি লিয়া যাওরে। তার পরিবারের কান্নায় আশপাশের বাতাস যেন ভাড়ী হয়ে আসছে।
গাজীপুর মেট্রোপলিন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান লিটন বলেন,খবর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.