প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৫, ২০২২, ৪:১৭ অপরাহ্ণ
গাজীপুরে গত ২৪ ঘন্টায় ৫ ডাকাত ও বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১২
গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মাদক বিক্রি ও সেবনের দায়ে ১২ জন এবং ডাকাতির প্রস্তুতিকালে ৫ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিরোধী অভিযানে তাদের হেফাজত থেকে ৩০ লিটার চোলাই মদ, ১৪৬ পিস ইয়াবা এবং ১কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এবং ডাকাতির প্রস্তুতি কালে তাদের কাছ থেকে দুইটি চাপাতি,দুইটি চাকু উদ্ধার করা হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রত্যেকটি ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা রুজু হয়েছে।এছাড়াও বিভিন্ন থানায় ওয়ারেন্টভুক্ত আরো ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.