প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৫, ২০২৫, ৪:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৫, ৯:১৬ পূর্বাহ্ণ
গাজীপুরে ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নি কাণ্ড

গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ বাবুর্চি মোড় এলাকায় একটি ঝুটের গোডাউনে ভয়াবহ অগ্নি কাণ্ডের ঘটনা ঘঠেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট।
বুধবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এ অগ্নি কাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৬ টার দিকে মহানগরীর আমবাগ বার্বুচি মোড়ে বাহারের ঝুটের গোডাউন থেকে আগুনের সূত্র পাত হয়। পরে তারা প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করে৷ তবে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কোনাবাড়ী মর্ডাণ ফায়ার সার্ভিসের ২ ইউনিট ও চৌরাস্তা ফায়ার সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মোঃ সাইফুল ইসলাম বলেন, ঝুটের গোডাউনে আগুন লেগেছে। আমাদের মোট ৪ টা ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে৷ তিনি বলেন আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ বলা যাবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.