গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিলো দূর্বৃত্তরা।
বুধবার (১২ নভেম্বর) ভোরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে
ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
গাজীপুর চৌরাস্তা মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব হোসেন জানান,ফজরের আযানের পরপরই আমাদের স্টেশনের সামনেই দাঁড়িয়ে থাকা ভি আই পি পরিবহনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে বাসের সিটসহ অনেক অংশে পুড়ে
যায়।
এ বিষয়ে জানতে গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন খানকে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।