প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৪:১৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৬, ২০২৩, ১২:৫৩ অপরাহ্ণ
গাজীপুরে দেয়াল ধষে শিশুসহ ৩ জনের মৃত্যু
টানা ভারী বৃষ্টিতে গাজীপুর কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামে মাটির ঘরের দেয়াল ধসে এমারত হোসেন (৬৫) ও আছিয়া বেগম (৬০) নামে স্বামী স্ত্রীর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর ) সকালে নিহতের স্বজন ও
এলাকাবাসী লাশ উদ্ধার করে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ঘরের দেয়াল ধসে মারা যান তারা। এমারত হোসেন কালিয়াকৈর উপজেলার রতনপুর নলিপাড়া গ্রামের মৃত হোসন আলীর ছেলে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, প্রবল বৃষ্টিতে ঘরের দেয়াল ভিজে নরম হয়ে যায়। পরে রাতে দেয়াল ধসে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
অপর দিকে গাজীপুর সিটি করপোরেশন এর কোনাবাড়ী থানাধীন বাইমাইল পশ্চিম পাড়া এলাকায় ফরিদুল (৬) ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দেয়াল ধসে অসুস্থ অবস্থায় স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেলে রেফার্ড করা হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তার মৃত্যু হয়।
নিহত ফরিদুল ইসলাম কুড়িগ্রাম জেলার উলুপুর থানার মতি মিয়ার ছেলে। সে বাবা মার সাথে বাইমাইল পশ্চিম পাড়া হাফেজ মোল্লার বাসায় ভাড়া থাকতো।
জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ কে এম আশরাফ উদ্দিন জানান,ভারী বৃষ্টির কারণে দেয়াল ধসে পড়লে গুরুতর আহত অবস্থায় ওই শিশুকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় ভোর রাতে মারা যায়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.