গলায় উড়না পেঁচিয়ে ঘরের ধর্ণার সাথে ফাঁস দিয়ে এক নারী গার্মেন্টস কর্মীর আত্নহত্যার ঘটনা ঘটেছে। বুধবার সন্ধ্যায় গাজীপুর মহানগরীর বাসন থানাধীন ভোগড়া এলাকার জয়নাল নামক এক ব্যাক্তির বাসায় এ আত্মহত্যার ঘটনা ঘটে। মৃত শাপলা আক্তার(২০) ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার বীড় গপিচা গ্রামের মোঃ শাহ আলীর মেয়ে। জানা যায়, মৃত শাপলা ওই এলাকার জয়নাল হাজীর বাসায় ভাড়া থেকে বাসন থানা এলাকার স্থানীয় একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে চাকরি করতো।
স্থানীয় এলাকাবাসী জানায়, পারিবারিক কহলের জেরে কিছুদিন আগে স্বামীর সাথে বৈবাহিক সম্পর্ক বিছিন্ন হয় শাপলার। তারপর থেকেই সে মানসিক সমস্যায় ভুগছিল শাপলা। এ কারণেই শাপলা আত্নহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শাপলার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনী প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, পারিবারিক কলহের কারণে শাপলা আত্নহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।