গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুর মহানগরের কোনাবাড়ী ফ্লাইওভারের উপর দিনে দুপুরে চলন্ত পিক আপ গতিরোধ করে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার (৫ অক্টোবর) সকাল ৯ টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপরে ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর লক্ষণ বলেন,ঢাকা দিয়াবাড়ি থেকে রাজশাহীর উদ্দেশ্যে যাওয়ার পথে আনুমানিক সকাল ৯ টার সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের উপর একদল ছিনতাইকারী মোটরসাইকেল যোগে এসে তাদের গতিরোধ করে গাড়ি থামাতে বলে। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই ছিনতাইকারী দল তাদেরকে বেধড়ক মারধর করে। এসময় তার কাছ থেকে মাছ বিক্রির নগদ ১৪ হাজার টাকা অপরজনের কাছ থেকে একটি মোবাইল ফোন
ছিনিয়ে নিয়ে যায়।
পাশের একটি বিল্ডিং থেকে একজন পোশাক শ্রমিক ছিনতাই এর ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করলে তা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার ডিউটি অফিসার এস আই অরুপা বলেন,ছিনতাই সংক্রান্ত কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।