গাজীপুর সিটি করপোরেশন এর কুনিয়া তারগাছ এলাকায় গতকাল রোববার দিবাগত রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হোসেন আলী নামে এক যুবককে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যার পর লাশ একটি পুকুরের পাশে ফেলে রেখে পালিয়ে যায় তারা।
নিহত হলেন, গাজীপুর সিটি করপোরেশনের কুনিয়া তারগাছ এলাকার নুর নবীর ছেলে হোসেন আলী (২২)।
পুলিশ জানায়,কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা সময় মারামারি হয়। পরে নিয়ল এলাকার কিশোর গ্যাং এর সদস্যরা কুনিয়া পাশোর এলাকার হোসেন আলীকে ডেকে নিয়ে কুপিয়ে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর সিটি করপোরেশন এর কুনিয়া তারগাছ মৎস্য খামারের পাশে গুরুতর রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে থেকে দেখেন এলাকাবাসী। পরে তারা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে গাছা থানা পুলিশ রাতেই নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের গলায়, কানে, ও পেটে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ আরো জানায়, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে তাকে পরিকল্পিত ভাবে তার বন্ধুরা কৌশলে তাকে ডেকে নিয়ে হত্যা করেন।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন জানান, এঘটনার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।