প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৮:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৩, ৮:১৯ পূর্বাহ্ণ
গাজীপুরে প্রতীক বরাদ্দের পর ৩ স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে জাহাঙ্গীর আলমের শোডাউন
গাজীপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ পাওয়ার পরপরই তিন স্বতন্ত্র প্রার্থীকে নিয়ে শোডাউন করেছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। সোমবার (১৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বেরিয়ে দুপুর সোয়া ১২টার দিকে স্বতন্ত্র প্রার্থীদের নিয়ে তিনি গাজীপুর রাজবাড়ী মাঠে উপস্থিত হন।
তিন স্বতন্ত্র প্রার্থী হলেন- গাজীপুর-১ আসনের রেজাউল করিম রাসেল, গাজীপুর-২ আসনের কাজী আলিম উদ্দিন ও গাজীপুর-৫ আসনের আখতারউজ্জামান।
জাহাঙ্গীর আলম ভোটারদের উদ্দেশ্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রতিদ্বন্দ্বিতা করে এ নির্বাচনে বিজয়ী হয়ে আসতে হবে।
তিনি স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিমুদ্দিন এর রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড তুলে ধরেন। আওয়ামী লীগে গাজীপুরে তার বিশেষ ভূমিকা ও মুক্তিযুদ্ধে অবদানের কথা উল্লেখ করেন।
তিনি আরো বলেন, গাজীপুরে ২৪ লক্ষ গার্মেন্টস শ্রমিকদের নিয়ে আমি কাজ করছি। তাদের সুখে দুখে পাশে আছি। গার্মেন্টস শ্রমিকদের একটা বিশেষ ভূমিকা থাকবে এ নির্বাচনে।
অনুষ্ঠানে কাজী আলিমুদ্দিন,মো. রেজাউল করিম রাসেল ও আখতারউজ্জামান বক্তব্য রাখেন।
এ সময় হাজারো মানুষের ভীড়ে রাজবাড়ি মাঠ ভরে যায়। ভোটারদের হাতে লিফলেট দেখা যায় । সাবেক মেয়র জাহাঙ্গীর আলম নিজেই ট্রাক মার্কা প্রতীকের
স্লোগান দিতে থাকেন।
গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে মোট ৩৭ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানান, গাজীপুর জেলা নির্বাচন অফিসার মো. কামরুল হাসান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.