প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৮:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২০, ২০২৪, ১১:১৯ অপরাহ্ণ
গাজীপুরে বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ছাত্র-জনতাকে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগে গাজীপুরের কাপাসিয়ার সিংহশ্রী ইউপি চেয়ারম্যান আনোয়ার পারভেজ খোকনকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন।
আনোয়ার পারভেজ খোকন কাপাসিয়া উপজেলার কুরিয়াদী গ্রামের ইয়াসিন মাস্টারের ছেলে। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের কাপাসিয়া উপজেলা কমিটির সদস্য ও সিংহশ্রী ইউপি চেয়ারম্যান। বুধবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার সিংহশ্রী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়,তার বিরুদ্ধে গত ৪ আগস্ট ছাত্র-জনতাকে আক্রমণ করে, মোটরসাইকেল ও স্থায়ী স্থাপনায় অগ্নিসংযোগ করে হত্যার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানোর অভিযোগ আনা হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, গোপন সংবাদ পেয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কাপাসিয়া থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলা আছে। তিনি আরো বলেন,গত ১৭ সেপ্টেম্বর কাপাসিয়া উপজেলার জুনায়েদ হোসেন লিয়ন বাদী হয়ে কাপাসিয়া থানায় আনোয়ার পারভেজ খোকনের বিরুদ্ধে মামলা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.