প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১২, ২০২৫, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৩, ২০২৩, ১২:৩১ অপরাহ্ণ
গাজীপুরে বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/IMG-20231023-WA0001.jpg)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বেতন বৃদ্ধির দাবিতে পাঁচটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ-মিছিল করছেন। আজ সকাল ৯টা থেকে উপজেলার মৌচাক তেলিরচালা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে এই কর্মসূচি পালন করছেন তারা। এতে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। জুতা, ওষুধসহ পাঁচটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ কর্মসূচিতে অংশ নিয়েছেন।
কারখানার শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল কারখানার শ্রমিকেরা সর্বনিম্ন মূল বেতন ২৩ হাজার টাকা করার দাবিতে সকাল ৯ টায় বিক্ষোভ শুরু করেন। এ সময় আশপাশের লগোজ অ্যাপারেলস, হাইড্রো অক্সাইড সোয়েটার কারখানা, এপিএস অ্যাপারেলস, বে ফুটওয়ার কারখানার শ্রমিকেরা তাঁদের সঙ্গে একই দাবিতে বিক্ষোভে যোগ দেন।
একপার্যায়ে শ্রমিকেরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে দেন। এতে উভয় দিকে তীব্র যানজট সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন বিভিন্ন পথচারী ও যানবাহনের যাত্রীরা। মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, শ্রমিকেরা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছেন। শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.