গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা মোখলেছুর রহমান মুকুলকে গ্রেফতার করেছে বাসন থানা পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মো.কায়সার আহমেদ। এর আগে রোববার(১৯ জানুয়ারী) রাতে মহানগরীর বাসন থানাধীন চৌরাস্তা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতা হলেন চান্দপাড়া এলাকায় মৃত মান্নান সরকারের ছেলে। তিনি মহানগরীর ১৪ নং ওয়ার্ডের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলা- কালীন সময়ে গাজীপুর চৌরাস্তা এলাকায় তার নেতৃত্বে নীরহ ছাত্র জনতার উপর হামলা করা হয়। ওই হামলায় নুর আলম (১৮) নামে এক মাদ্রাসা
ছাত্র নিহত হয়। পরে তার বাবা আমীর আলী বাদী হয়ে গত ১৫ আগস্ট বাসন থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
নিহত মাদ্রাসা ছাত্র কুড়িগ্রাম জেলার সদর থানার মোল্লা পাড়া (মধ্য কুমরপুর) গ্রামের আমির আলীর ছেলে। সে বাবা-মার সাথে তেলিরপাড়া মহানগরীর ১৮ নং ওয়ার্ডে ডাক্তার নাহিদ এর বাসায় ভাড়া থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করতো।
জানাযায় আ.লীগ সরকার ক্ষমতায় থাকাকালিন সময়ে মহানগরীর ১৪ নং ওয়ার্ডে একক রাজত্ব কায়েম করেছিলেন গ্রেফতারকৃত আ.লীগ নেতা। তার বিরুদ্ধে জমি দখল, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মের অভিযোগ রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার অফিসার ইনচার্জ মো. কায়সার আহমেদ বলেন,আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে সোমবার (২০ জানুয়ারী) দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। তিনি আরো বলেন, অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।