প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৫:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৬, ২০২৪, ৮:১০ পূর্বাহ্ণ
গাজীপুরে ভোট কেন্দ্রে আগুন দিয়েছে দুর্বৃত্তরা
গাজীপুর মহানগরীর পূর্ব চান্দনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র ও টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত ২ টার সময় গাজীপুর সিটি করপোরেশন এর ১৭ নং ওয়ার্ডে অবস্থিত পূর্ব চান্দনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে ভোট কেন্দ্রের আংশিক পুড়ে যায়। অপর দিকে রাত সাড়ে ৩ টার দিকে ১৮ নং ওয়ার্ডে অবস্থিত
টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন টিএনটি স্কুলের প্রধান শিক্ষক ওসমান আলী।
তিনি বলেন, রাত ৩ টার দিকে স্কুল থেকে নৈশ প্রহরী আমাকে ফোন দিয়ে বলেছে স্কুলে আগুন লেগেছে। তাৎক্ষণিক আমি ৯৯৯ ফোন দেই। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিস ও গাজীপুর মর্ডান ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ততক্ষণে স্কুলের ৯ টি কক্ষ পুড়ে যায় । এতে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ওই প্রধান শিক্ষক।
গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। তিনি বলেন,আগুনে পূর্ব চান্দনা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের আংশিক পুড়ে যায় এবং টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৯ কক্ষ পুড়ে যায়। তিনি আরো বলেন,গত সিটি করপোরেশন নির্বাচনের সময় টিএনটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্র ছিলো। এবার স্কুলটিতে ভোট কেন্দ্র ছিলো না।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.