গাজীপুর জেলা প্রতিনিধিঃ গাজীপুর চৌরাস্তায় শেখা হাসিনার কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে। বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি'র স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ কুশপুত্তলিকা পুড়িয়ে বিক্ষোভ করেন৷
এসময় তাদের ফ্যাসিস্ট হাসিনার বিচারের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
জাতীয় শ্রমিক শক্তি (এনসিপি'র) নেতাকর্মীরা বলেন, আ.লীগের চামচারা হুশিয়ার সাবধান, ১৩ তারিখে রাস্তায় নামিসরারে পিঠের চামড়া থাকবেনারে। আয় হাসিনা দেখে যা আইছে তোর বাপেরা।
জাতীয় শ্রমিক শক্তি (এনসিপির) কেন্দ্রীয় মুখ্য সংগঠক আরমান হোসাইন বলেন,নিষিদ্ধ সংগঠন আ.লীগ যদি ১৩ নভেম্বর রাস্তায় কোন বিশৃঙ্খলা করে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।
এসময় গাজীপুর মহানগর জাতীয় শ্রমিক শক্তি (এনসিপির) কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।