গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্র পল্লী বিদ্যুৎ এলাকায় শনিবার (২ নভেম্বর) দুপুরে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটো রিকশার চালক নিহত হয়েছেন।
এ ঘটনায় অটো রিকশায় থাকা দুই আরোহী গুরুতর আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রইজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, উত্তরবঙ্গের বুড়িমারী থেকে ছেড়ে আসা একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস দুপুরের দিকে উপজেলার চন্দ্র পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে দ্রুতগতিতে থাকা অটো রিকশাকে পিছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। এতে অটো রিকশাটি মহাসড়কে দুমড়েমুচড়ে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধারের চেষ্টা করেন, তবে অটো রিকশার চালক ঘটনাস্থলেই মারা যান। আহত দুই আরোহীকে দ্রুত নিকটস্থ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করতে সক্ষম হলেও বাসের চালক ও চালকের সহকারী পালিয়ে যায়। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নাওজোড় হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রইজ উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘাতক বাস ও নিহতের লাশ উদ্ধার করা হয়। নিহত চালকের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি, তবে বিষয়টি তদন্ত করা হচ্ছে। তিনি আরও জানান, দোষী বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।