গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ মো.মোস্তাফিজ হাসান (৫২) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী লতিফা জেসমিন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মহানগর সদর থানাধীন জেলা পুলিশ লাইনের সামনে এ দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানাযায় আজ রাত ১০ সময় পুলিশ লাইনের সামনে পুলিশ লাইনের অপজিটে ওসি মোস্তাফিজ হাসানের ব্যবহৃত প্রাইভেটকার থামিয়ে পুলিশ লাইনের গেট সংলগ্ন দোকানে আসেন। পরে পুলিশ লাইনের গেট বরাবর রাস্তা পার হয়ে অপজিটে রাখা প্রাইভেট কারে যাওয়ার সময় গাজীপুর চৌরাস্তা হইতে আগত পথের সাথী পরিবহনের একটি বাস ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। এতে নওগাঁ ডিবির ওসি ও তার স্ত্রী গুরুত্বর আহত হন। তাৎক্ষণিক পুলিশ লাইনের সামনে থাকা পুলিশ সদস্য ও স্থানীয় লোকজন বাস ও ড্রাইভারকে আটক করে এবং আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় নিহতের স্ত্রী লতিফা জেসমিনও গুরুতর আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত বাস, চালক ও তার সহকসরীকে আটক করেছে বলেছে জানায়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।