গাজীপুরে সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ ৪র্থ ধাপের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সফিপুর বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মিজানুর রহমান শামীম। তিনি অভিবাদন মঞ্চে প্রশিক্ষনার্থীদের সালাম গ্রহণ করেন। এসময় তার সঙ্গে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্নেল মোহাম্মদ রফিকুল ইসলাম, উপ-মহাপরিচালক (অপারেশনস) মো. সামছুল আলমসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে খোলা জিপে চড়ে প্রধান অতিথি প্যারেড পরিদর্শন করেন।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে দেওয়া দিক-নির্দেশনাপূর্ণ বক্তৃতায় প্রশিক্ষণার্থীদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বর্তমানে এ বাহিনীর প্রায় ৫৪ হাজার আনসার সদস্য জননিরাপত্তায় অবদান রাখছে বলে উল্লেখ করেন তিনি।
পরে প্রশিক্ষণার্থী মধ্য হতে শ্রেষ্ঠ প্রশিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। ড্রিল-এ শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করেন মলয় বালা, ফায়ারিং-এ সেরা আকরাম হোসেন আর সব মিলিয়ে চৌকস প্রশিক্ষণার্থীর পুরস্কার অর্জন করেন হ্যামিলিন চাকমা।
এ প্রশিক্ষণে মোট ১ হাজার ৯১জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। পরে সংঘবদ্ধ মার্চ পাস্ট এর মাধ্যমে কুচকাওয়াজের সমাপ্তি ঘটে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।