প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৬:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৫, ২০২৩, ২:২৩ অপরাহ্ণ
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় গার্মেন্টস শ্রমিক নিহত
গাজীপুর নগরীর ভোগড়া বাইপাস এলাকায় চট্রগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় বিউটি খাতুন (৩২) এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছে। মঙ্গলবার
(৫ সেপ্টেম্বর) পৌনে আটটা সময় এ দূর্ঘটনা ঘঠে।
নিহত বিউটি খাতুন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার বোচাদহ গ্রামের রফিকুল ইসলাম এর স্ত্রী।
তিনি ভোগড়া এলাকায় ফারদার ফ্যাশন লিমিটেড নামক পোশাক কারখানায় কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,মঙ্গলবার সকালে ভোগড়া বাইপাস এলাকায় চট্রগ্রাম মহাসড়কে রাস্তা পারাপারের সময় নারায়ণগঞ্জ গামী র্যাংগস্ মটরস এর ট্রাকের নতুন চেসিস এর সাথে ধাক্কা লাগে। ওই ধাক্কায় বিউটি খাতুন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাৎক্ষণিক তাকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল যায়। পরে সকাল ১০ টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুবরণ হয়।
জিএমপি বাসন থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান,এঘটনায় ট্রাক চালক সেলিমকে আটক করা হয়েছে। ট্রাকটি জব্দ করা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.