প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৬:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৩, ১২:৫০ পূর্বাহ্ণ
গাজীপুরে ১২ লক্ষ টাকার গাঁজাসহ গ্রেফতার-৩
গাজীপুরে ১২ লক্ষ টাকার গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে যৌথ অভিযানে গাজীপুরের কাপাসিয়া থানাধীন পাপলা চামুরখী চেরাগ আলী এলাকা হতে ১০০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বিকেল ৩ টার সময় সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন।
গ্রেফতারকৃতরা হলেন,রাজশাহী জেলার দামকুড়া
থানার হরিপুর কলনীর আব্দুল হালিম এর ছেলে
হৃদয় (২৩) একই জেলার মো: বাক্কার আলীর ছেলে মোঃ ফারুক ওরফে বাপ্পি(২৫) এবং হাসান
আলীর ছেলে সবুজ আলী ২০।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোঃ ইয়াসির আরাফাত হোসেন জানান,
ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে একটি ট্রাকে করে গাঁজার বড় একটি চালান গাজীপুর হয়ে রাজশাহী দিকে যাচ্ছিল। উক্ত সংবাদের ভিত্তিতে র্যাব-১ এর
সদর ও পোড়াবাড়ি ক্যাম্পের যৌথ অভিযানে
গাজীপুর জেলার কাপাসিয়া থানাধীন পাপলা চামুরখী চেরাগ আলী মার্কেট এর আঃ মজিদ উদ্দিন এর মুদি দোকানের সামনে কালিগঞ্জ টু কাপাসিয়া গামী সড়কের উপর চেকপোস্ট পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। তিনি জানান,এসময় তাদের কাছ থেকে ১০০ কেজি গাঁজা,একটি ট্রাক,৩ টি মোবাইল ও নগদ দুই হাজার ৫৫০ টাকা উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, তারা অত্যন্ত সু-কৌশলে ট্রাকের ভিতরে ঢেউটিনের পরতে পরতে মাদকদ্রব্য গাঁজা লুকিয়ে রেখেছিলো, যাতে করে সহজেই আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক বিভিন্ন চেকপোস্টে দায়িত্বরত সদস্যের চোখে ফাঁকি দিয়ে মাদক বহন করতে পারে। ব্রাহ্মণবাড়িয়া জেলা হতে গাজীপুর হয়ে রাজশাহী নিয়ে যাচ্ছিল ওই মাদকদ্রব্য । তারা দীর্ঘদিন যাবৎ ব্রাহ্মণবাড়িয়া হতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে বলে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর কাপাসিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.