স্টাফ রিপোর্টারঃ গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকা থেকে ৩৬ কেজি গাঁজাসহ নাজিম উদ্দিন নামে এক যুবককে আটক করেছে র্যাব-১। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে আটক করা হয়।
আটকৃত নাজিমউদ্দীন জেলার শ্রীপুর উপজেলার
কাওরাইদ পশ্চিম পাড়া এলাকার আব্দুর রাজ্জাক
এর ছেলে।
র্যাব জানায় পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ময়মনসিংহ থেকে গাঁজার একটি বড় চালান জেলার শ্রীপুর উপজেলার কাওরাইদ এলাকায় অবস্থান করতেছে। এই সংবাদের ভিত্তিতে ক্যাম্পের কোম্পানী কমান্ডার মোঃ ইয়াসির আরাফাত হোসাইন এর নেতৃত্বে কাওরাইদ এলাকায় অভিযান চালিয়ে ৩৬ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। এসময় একটি মোবাইল ফোন ও নগদ ৪৫০ টাকা উদ্ধার করা হয়।
গাজীপুর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসাইন জানান, সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে গাজীপুর জেলাসহ বিভিন্ন জেলায় পাইকারি মূল্যে ক্রয়বিক্রয় করে আসছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।