প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৫, ১১:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩১, ২০২৩, ১১:০৩ পূর্বাহ্ণ
গাজীপুরে ৮ম দিনের মতো রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা
![](https://kolomerbatra.com/wp-content/uploads/2023/10/received_172233079297432.jpeg)
বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে আজও সকাল থেকে শিল্প কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছে। এসময়ে শ্রমিকরা বেশ কিছু যানবাহন ভাংচুর করে মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেছে। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
সকালে কালিয়াকৈর উপজেলার সফিপুর, পল্লী বিদ্যুৎ,মৌচাক এলাকায় কয়েক হাজার শ্রমিক ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এদিকে গাজীপুরে জয়দেবপুর, চৌরাস্তা, ভোগড়া বাইপাস, মালেকের বাড়ীসহ বিভিন্ন এলাকায় শ্রমিকরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। কারখানা শ্রমিকরা জানায়, বাজারে দব্যমূল্য বৃদ্ধি পেলেও আমাদের কাজের দাম বাড়েনি। বেতন সেই আগের জায়গাতেই আছে। এখন আমাদের আন্দোলন ছাড়া আর কিছুই করার নেই। তাই বাধ্য হয়েই পথে নামতে হয়েছে।
কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ আকবর আলী খান জানান, সকালে শ্রমিকরা কাজে যোগ
দিয়েই বেতন বৃদ্ধির দাবিতে রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে। শ্রমিকদের শান্ত করার চেষ্টা করছি।
জিএমপি বাসন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
রফিকুল ইসলাম জানান, সকাল থেকে পোশাক শ্রমিকরা ভোগড়া বাইপাস, চৌরাস্তা এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে রাস্তা অবরোধ করে। রাস্তা থেকে সরিয়ে দিলে আবারও রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করে।
অপরদিকে কেউ যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে রাস্তায় নেমেছে র্যাব ও বিজিবি।
উল্লেখ্য গত সোমবার (২৩ অক্টোবর) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ও তেলিচালা এলাকার লেগোস অ্যাপারেলস, এটিএস, বে-ফুটওয়ারসহ বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বৃদ্ধির দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। অষ্টম দিনের মতো মঙ্গলবার গাজীপুর মহানগরীর নাওজোড়, নলজানী, ও মালেকেরবাড়ি এলাকা থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একদিকে মালেকের বাড়ি অন্যদিকে নলজানি এলাকা থেকে বিক্ষোভ নিয়ে শ্রমিকরা চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ শুরু করে। তিন দিক থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করায়। দুই মহাসড়কেই যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.