গাজীপুর সিটি করপোরেশন এর কাশিমপুরে ৯ কেজি গাঁজাসহ মেহেদী হাসান রাকিব (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) সকাল সোয়া ৬ টার সময় মহানগরীর জিরানী বাজার এলাকায় সিরাজগঞ্জ হোটেলের পাশে উত্তরা বাস কাউন্টার এর সামনে মাদক (গাঁজা) কেনাবেঁচার সময় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মেহেদী হাসান রাকিব কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার চন্ডিপুর গ্রামের টিপুর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন কাশিমপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম জানান,মাদকদ্রব্য ক্রয়বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে কাশিমপুর থানাধীন জিরানি বাজার এলাকায় অভিযান চালানো হয়।
এসময় ৯ কেজি গাঁজাসহ মেহেদী হাসান রাকিবকে গ্রেফতার করা হয়। রাসেল নামে তার সহযোগী একজন পালিয়ে যায়। তারা যোগসাজশে দীর্ঘদিন ধরে কাশিমপুরসহ গাজীপুরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।
এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশ এর ওই কর্মকর্তা। এছাড়াও আজ দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।