গাজীপুর সিটি করপোরেশনের ১১নং ওয়ার্ড জয়েরটেক, খাজা মার্কেট এলাকা থেকে পদ্মাসেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ৭জনের মৃত্যু হয়েছে ও ৩জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছে।
বৃহস্পতিবার আনুমানিক দুপুর ১২টার দিকে বরিশালের উজিরপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জয়েরটেক খাজামার্কেট এলাকার উজিরুল ইসলামের ছেলে রুহুল আমিন (৪২), হাজী জব্বার এর ছেলে শহিদুল ইসলাম (৪৩), মোহাম্মদ রহা মিয়ার ছেলে নজরুল ইসলাম ঠান্ডু (৫৪), হাসেন মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৫), আব্দুর রহমানের ছেলে হারুন বাদশা (৪০), ও আহাকী নদীর পার এলাকার তমিজউদ্দিনের ছেলে হাসান সরকার (৩৬)। তবে ড্রাইভার আসর উদ্দিন ও মকসেদুল আলম, রফিকুল ইসলাম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
দুর্ঘটনার সময় ওই গাড়িতে চালকসহ ১০ জন যাত্রী ছিলেন। স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানায়, বৃহস্পতিবার সকালে তারা পদ্মা সেতু ও কুয়াকাটা ভ্রমণের উদ্দেশ্যে বের হন। এসময় বরিশাল উজিরপুর এলাকায় পৌঁছালে মাইক্রো বাসটির চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারায় পরে বরিশাল রোডের মোল্লা পরিবহন নামে একটি বাস এসে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে ৪ জন নিহত হন। বাকী ২ যাত্রীদের আহত অবস্থায় বরিশাল শেরে বাংলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
উজিরপুর থানা পুলিশের উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, নিহত ৬ জনের বাড়ি গাজীপুরে। তারা কুয়াকাটার দিকে যাচ্ছিলেন, এসময় মাইক্রোবাসটি চাকা পানচার হয়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা মোল্লা পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে চারজন ও বাকিদের হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।