গাজীপুর মহানগরী এলাকায় যৌথ্য বাহিনীর অভিযানে অপারেশন ডেবিল হান্টে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১মার্চ )
সকাল থেকে রবিবার (২ মার্চ) সকাল পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
আজ সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
ওই বিজ্ঞপ্তি মাধ্যমে জানানো হয় গত ২৪ ঘন্টায় গাজীপুর মহানগরের ৮ থানা থেকে ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পশ্চিম থানায় ৪৪ জন,টঙ্গী পূর্ব থানায় ৬ জন,পূবাইল থানায় ৩ জন, গাছা থানায় ৩ জন,কোনাবাড়ী থানায় ১ জন ও সদর মেট্রো থানা এলাকা থেকে ১ জনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
জানাযায় গেল ফেব্রুয়ারি মাসের ৮ তারিখ থেকে শুরু হওয়া অপারেশন ডেবিল হান্ট অভিযানে এখন পর্যন্ত ৪৪০ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।