গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বুধবার গাজীপুর শহীদ মমতাজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আলহাজ্ব আসাদুর রহমান কিরণের সভাপতিত্বে এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলী ইঞ্জিনিয়ার মজিবুর রহমান কাজলের পরিচালনায় বীর মুক্তিযোদ্ধাদের সংগঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মুজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। সংরক্ষিত মহিলা সংসদ সদস্য বেগম সামসুন নাহার ভুইঁয়া এমপি, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নিবাহী,যুগ্ম সচিব এসএমএম শফিকুল আজম,গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লা মণ্ডল, গাজীপুর সিটি করপোরেশনের প্যানেল মেয়র এডঃ আয়েশা আক্তার, কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা, আলহাজ্ব গিয়াস উদ্দিন সরকার, নুরুল ইসলাম নুরু,আবুল হোসেন, জবেদ আলী জবে, আলহাজ্ব সাইফুল ইসলাম দুলাল, শাহজাহান সাজু,কাউসার রহমান, সংরক্ষিত মহিলা কাউন্সিলর রুহুন নেছা রুনা,ইঞ্জিনিয়ার রেহাজ উদ্দিন প্রমুখ। আলোচনা সভা শেষে বীর মুক্তিযোদ্ধা দের সংবধনা দেওয়া হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।