প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৪, ২০২৫, ৫:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৫:৪৯ অপরাহ্ণ
গাসিকের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে স্বেচ্ছাসেবক দলের মানববন্ধন
গাজীপুর সিটি করপোরেশন এর সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দল।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে কোনাবাড়ীতে মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল আমবাগ রোডের সামনে থেকে পল্লী বিদ্যুৎ হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে সুরমা হোটেলের সামনে এসে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
মানববন্ধনে কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রবিউল ইসলাম (রবি) বলেন, আওয়ামী দুর্নীতিবাজ ভূমিদস্যু গাজীপুর সিটি করপোরেশন এর তহবিল থেকে লুটপাট কারী সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের ফাঁসি ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ- সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো শাহিন, কোনাবাড়ী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মানুক হোসেনসহ সদস্য রঘুনাথ সরকার, শহিদুল ইসলাম শহিদ, করিম পাশা,খোরসেদ আলম,মাসুদ রানা, পারভেজ ইমন, মতিন সরকার, সবুজ, বকুল হোসেন প্রমুখ।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।
Copyright © 2025 কলমের বার্তা. All rights reserved.