চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রতনপুর পৌর এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ টুটুল আলী (৫২) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্র। সে উপজেলার রহনপুর পৌর এলাকার বিশ্বাস পাড়া (রেল লাইনের ধারে) গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে।
শুক্রবার (২১ জুলাই) সন্ধ্যা সারে ৬টার দিকে পৌর এলাকার স্টেশন দাদাল অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।
রহনপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাজমুল হক জানান, এক মাদকব্যবসায়ী গাঁজাসহ স্টেশন দালাল অফিসের সামনে অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ২৫০ গ্রাম গাঁজাসহ মোঃ টুটুলকে আটক করা হয়।
দীর্ঘদিন ধরে তিনি দেশের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে গোমস্তাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।