চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুরে দুষ্কৃতকারীর ছুড়ির আঘাতে মোঃ জুয়েল (৩৫) নিহত হয়েছে সে শিবগঞ্জ উপজেলার ধুবানিনগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে। এবং মোটর সাইকেল আরোহী সাদ্দাম হোসেন সামান্য আহত হয়েছে।
বুধবার (৫ অক্টোবর) সকাল সারে ৫ টার দিকে নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে গোমস্তাপুর হয়ে নাচোল উপজেলায় পেয়ারা বাগান দেখতে যাওয়ার পথে শিবগঞ্জ - গোমস্তাপুর সীমানা এলাকায় গোমস্তাপুর থানাধীন বেলাল বাজার - আড়গাড়া রোডের কৈচ্চাগাড়ী নামক স্থানে কতিপয় দুষ্কৃতিকারীরা তাদের মোটর সাইকেল গতিরোধ করে। বাঁধা দিতে গেলে ২/৩ জন অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীরা ছুড়ি দিয়ে আঘাত করলে এ ঘটনা ঘটে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমাস আলী সরকার জানান, বুধবার সকাল অানুমানিক সারে ৫ টার দিকে গোমস্তাপুর থানাধীন বেলাল বাজার কৈচ্চাগাড়ী নামক স্থানে মোটরসাইকেল আরোহীদের দুষ্কৃতকারীরা ছুড়ির আঘাত করলে ঘটনা জানাজানি হলে এলাকাবাসী আহত অবস্থায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে মোঃ জুয়েলের মৃত্যু হয়। এবং মোটরসাইকেল আরোহী সাদ্দাম হোসেন সামান্য আহত হয় বর্তমানে তিনি সুস্থ রয়েছেন।
কলমের বার্তা নিউকে তিনি আরো জানান, গোমস্তাপুর ও শিবগঞ্জ থানা পুলিশ উপস্থিত হয়ে দুষ্কৃতকারীদের সনাক্তপূর্বক গ্রেফতার অভিযান চলছে। তবে এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।