চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যাংক এশিয়ার রহনপুর এজেন্ট শাখার আয়োজনে প্রান্তিক মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (১০ জুন) বিকেলে রহনপুর উৎসব কমিউনিটি সেন্টারে ব্যাংক এশিয়ার রহনপুর শাখার এজেন্ট তারিক আহমেদ এর সভাপতিত্বে , প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, খাদেমুল ইসলাম মুনি (বি,ডি এম,রাজশাহী ও রংপুর শাখা) চাঁপাইনবাবগঞ্জ জেলা ব্যবস্থাপক জি এম আতিকুর রহমান, ব্যাংক এশিয়ার কার্মকর্তা, নূর মোহাম্মদ নাহিদ ব্যাংক এশিয়ার মার্চেন্ট ম্যানেজার হযরত আলী।
মৎস্যচাষীদের প্রশিক্ষণ ও সমাবেশে প্রধান অতিথি বলেন খুব অল্প সময়ে ও বিনা জামাতে গ্রাহকরা বিভিন্ন প্রকার লোন পাবেন, এবং সবাইকে ব্যাংক এশিয়ায় একটি করে একাউন্ট খোলার আহবান জানান।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।