মুজিব বর্ষের অঙ্গীকার কৃষিই সমৃদ্ধি কৃষি হবে দূর্বার" এই প্রতিপাদ্য কে সামনে রেখে, চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরে তৈল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় বাস্তবায়িত প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল সাড়ে দশটায় গোমস্তাপুর উপজেলার পার্বতীপুরে ইউনিয়নের (দায়েমপুর) গ্রামের ব্লক জিনারপুরে অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন, তানভির আহমেদ সরকার উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ড.মোতালেব হোসেন উপ-পরিচালক অতিরিক্ত, পরিচালকের কার্যালয়,ডিএই, রাজশাহী অঞ্চল রাজশাহী। বিশেষ অতিথি ড,পলাশ সরকার উপ-পরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি, চাঁপাইনবাবগঞ্জ, শামীম ইকবাল জেলা বীজ,প্রত্যায়ন অফিসার, চাঁপাইনবাবগঞ্জ, সাজ্জাদ হোসেন,মনিটরিং অফিসার তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প, ফিরোজ আলী, কৃষি সম্প্রসারণ, গোমস্তাপুর উপজেলা, চাঁপাইনবাবগঞ্জ,ব্লক অফিসার আব্দুল আউয়াল ও ইব্রাহিম খলিল অনুষ্ঠান সঞ্চালনা তৌহিদুল ইসলাম ব্লক মাঠ অফিসার প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ আরো বলেন, আমরা তৈল জাতীয় যে পণ্য ব্যাবহার করছি সেটা আসলে তৈল নয় ক্ষতিকারক পদার্থ। এজন্য তাই মানবদেহের চরম ক্ষতি হচ্ছে। এই সব ক্ষতির হাত থেকে রক্ষা পেতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৈল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি করতে জোর দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গোমস্তাপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রান্তিক চাষীদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। এবছর সরিষা আবাদের প্রতি শতাংশে গড়ে ৫ কেজি হারে উৎপাদন হয়েছে আশা করছি আগামীতে আরও ভালো উৎপাদন হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।