"নতুন বই সবাই নেব, লেখাপড়ায় মন দেব" এই শ্লোগানে সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যপুস্তক বিতরণ করা হয়েছে ।
রবিবার (১ জানুয়ারি-২০২৩) সকালে গৌরী আরবান উচ্চ বালিকা বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ তমাল হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মাশুকাতে রাব্বি, জেলা শিক্ষা অফিসার কাজী সলিমু উল্লাহ, জেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম মন্ডল, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এস.এম. রাকিবুল হাসান, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ করুণা রাণী সাহা প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি প্রবীন রাজনীতিবিদ, কবি, সাহিতিক, বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রতু। অনুষ্ঠানে উপস্থাপন করেন ও স্বাগত বক্তব্য রাখেন, গৌরী আরবান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুল ইসলাম।
এ সময়ে গৌরী আরবান উচ্চ বালিকা ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধানশিক্ষক, সহকারি শিক্ষক প্রধান শিক্ষক, ম্যানজিং কমিটির অন্যান্য সদস্যরা, অভিভাবকেরা, শিক্ষার্থীরা, সুধীজন, গুণীজনেরা উপস্থিত ছিলেন।
নতুন বইয়ের গন্ধে ভরপুর। আর এই বই নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা আনন্দে বাড়ি ফিরছেন।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।