স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার চরাঞ্চলের তেকানী ইউনিয়নের চরপানাগাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিত থাকার অভিযোগ উঠেছে। তারা নিজেদের মর্জি মাফিক বিদ্যালয় খোলেন এবং বন্ধ করেন। মনিটরিংয়ের জন্য পর্যাপ্ত লোকবল সংকট দোহাই দেখান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সরেজমিনে , গত ৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে চরপানাগাড়ী বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত খোলা থাকার বিধান থাকলেও তালাবন্ধ পাওয়া যায়, স্থানীয়রা জানান, শিক্ষকরা অনিয়মিত আসেন। প্রধান শিক্ষক মমতা খাতুন বলেন, পারিবারিক কাজে আগেই বিদ্যালয়ের বাইরে যাই, যাওয়ার আগে দুইজন সহকারী শিক্ষককে দায়িত্ব দিয়ে যাই, তারা হয়ত আগেই চলে গেছে, ওরা ভুল করেছে, এ সময় তিনি উল্লেখ করেন সাংবাদিকদের সাথে সৎভাব বজায় রেখে চলেন এবং সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানান। সহকারী শিক্ষা অফিসার আবু সাঈদ বলেন, ঐ প্রধান শিক্ষক কিছু জানায়নি, অবগত হলাম, বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। মনিটরিংয়ের জন্য পর্যাপ্ত লোকবল সংকট থাকায় সঠিকভাবে মনিটরিং সম্ভব হয়না।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।