চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের বাঙ্গাবাড়ি ইউনিয়নের মহানন্দাবাদ গ্রামের সোহান ( ২) নামের এক শিশুর বাড়ির পাশ্বে ডোবার ভিতরে ডুবে মৃত্যু হয়েছে। সে একই গ্রামের মানিক চানের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি দীলীপ কুমার দাস জানান, সোহান তার মায়ের সাথে চার দিন পূর্বে তার মামা ইব্রাহীমের বাসায় বেড়াতে আসে।আজ বৃহস্পতিবার (১৬ জুন) দুপুর ১ টার দিকে মামার বাসার আশেপাশে খেলাধুলা করছিল।তার কিছুক্ষণ পরে বিভিন্ন স্থানে বাড়ির লোকজন খুঁজাখুঁজি শুরু করলে, না পেয়ে অনেক খোঁজাখুঁজির পর দুপুর ২টার দিকে মামার বাসার পিছনে ডোবার ভিতরে তার মৃত্যু দেহ খুজে পায়।
খেলাধুলা করার এক পর্যায়ে বাড়ির পিছনে ডোবার ঢালু অংশ থেকে পিসলাইয়া ডোবার ভিতরে পরে গেছিলো বলে ধারণা করা হচ্ছে ।এবং সাঁতার না জানার কারনে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।