চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে স্থানীয় সংবাদ কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার (২৩ জুলাই) সকাল ১১ টার দিকে মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)
মোঃ নাসির উদ্দিন।
“নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” প্রতিপাদ্য বিষয়ের উপর বক্তব্য রাখেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মোঃ নাসির উদ্দিন। তিনি আরও বলেন, ২৩ থেকে ২৯ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহে ছোট মাছ, রেনু-পোনা ধরা বা মারা সম্পূর্ন নিষিদ্ধ।
এছাড়া সারা বছরই মৎস্য আইনে রেনু-পোনা নিধন ও অবৈধ চাইজ দোয়ারী, মশাড়ি জাল দিয়ে মাছ ধরা নিষিদ্ধ ও অভিযান অব্যহত থাকবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।