চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহানন্দা ব্রিজের টোল প্লাজা এলাকা থেকে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫। মঙ্গলবার (২৩শে আগস্ট) রাতে জেলার সদর উপজেলার মহানন্দা ব্রিজের টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ আল আমিনকে আটক করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ র্যাব-৫ ক্যাম্পের অধিনায়ক লেফট্যানেন্ট কর্ণেল রুহ-ফি-তাহমিন তৌকির জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ১ টি বিদেশি পিস্তুল, ১টি ওয়ান স্যুটার গান, ২ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ এই অস্ত্রব্যবসায়ীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, জেলার সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চাঁপাইমহিষপুর গ্রামের আকালুর ছেলে আল আমিন। র্যাবের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে সে।
এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়েরের পর বুধবার (২৪শে আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।