চাঁপাইনবাবগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে মিলন (৪০) নামে ছোট ভাই খুন হয়েছেন।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিয়ালা গাবতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন একই এলাকার, গোলাম মোস্তাফার ছেলে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বড় ভাই অ্যাডভোকেট ইলিয়াস বিশ্বাসের সঙ্গে জমি নিয়ে মিলনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে সকালে ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে মিলনের গলা কেটে হত্যা করেন ইলিয়াস। পরে স্থানীয়রা টের পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে আছেন।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। মরদেহ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।