চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (২৪ জুলাই ) আনুমানিক রাত সারে ৪ টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শিয়ালমারা বিওপির নায়েক আঃ বারিক এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সোনামসজিদ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫/৪-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দারাজবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। যার আনুমানিক মূল্য ৫৫ হাজার টাকা।
এ বিষয়ে ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা, পিএসসি
প্রেসবিজ্ঞপ্তিতে জানান,আটককৃত ফেন্সিডিলের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা গ্রহন করা প্রক্রিয়াধীন হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।