সিরাজগঞ্জের চৌহালী উপজেলার জোতপাড়া চরে বালু মধ্যে পুঁতে রাখা তানজিদ সরকার নামে (৯) এক শিশুর গলাকাটা হত্যা করা লাশ উদ্ধার করেছে পুলিশ । এ ঘটনায় সোহাগ নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার সকালে পুলিশ ওই হত্যাকরা গলাকাটা লাশ শিশুটি গাজীপুরের কুনিয়াগাছা এলাকার লতিফ সরকারের ছেলে।
আটক আসামি টাঙ্গাইলের নাগরপুর থানার তেবাড়িয়া পূর্বপাড়া এলাকার মাখন মিয়ার ছেলে।চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানান, গাজীপুরে লতিফ সরকারের বাসায় ভাড়া থাকতেন সোহাগ ও তার পরিবার। বাসা ভাড়া দেওয়া নিয়ে মালিকের সাথে সোহাগের দ্বন্দের সৃষ্টি হয়। এরই জের ধরে গত শুক্রবার কৌশলে শিশু তানজিদকে বাসা থেকে নিয়ে যায় সোহাগ।
ছেলের খোঁজ না পেয়ে থানায় অভিযোগ করলে সোহাগকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে রবিবার সকালে চৌহালীর জোতপারা চর থেকে তানজিদ সরকার শিশুর লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।