আশরাফুল হক, লালমনিরহাট : লালমনিরহাটে জমিজমা নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে মারপিট করে টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ ও স্থানিয়দের কাছ থেকে জানা জায়, গত ২২ জুলাই দুপর আনুমানিক ২টার দিকে যোহরের নামাজ আদায় শেষে ভুক্তভোগী বৃদ্ধ ফুল চাঁন মিয়া নিজ বাড়ির দিকে যাওয়ার সময় তার প্রতিপক্ষ সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়ের পশ্চিম গুড়িয়াদহ চন্ডিমারি গ্রামের প্রতিবেশী মৃত ফয়েজ উদ্দিন দেওয়ানির ছেলে মনজুরুল হক (৫৫), মনজুরুলের ছেলে রেদওয়ান (২০), মনজুরুলের স্ত্রী রাশেদা বেগম (৫০)
বৃদ্ধ ফুল চাঁন মিয়াকে আটক করে তাদের বাড়ির সামনে নিয়ে যান। কথা কাটাকাটির এক পর্যায়ে অভিযুক্ত মনজুরুল হুকুম দিলে তার ছেলে রেদওয়ান ও স্ত্রী রাশেদা বেগম ফুল চাঁন মিয়ার পাঞ্জাবির কলার ধরে টানাহেঁচড়া করে মারধর শুরু করে। এক পর্যায়ে লাঠি দিয়ে মারধর করে শরীরে বিভিন্ন জায়গায় জখম করে এবং বৃদ্ধ ফুল চাঁন মিয়ার পাঞ্জাবির পকেটে থাকা জমি বন্ধকের ২ লাখ টাকা কেরে নেয় প্রতিপক্ষ মনজুরুল। এমনকি মনজুরুল ওই বৃদ্ধের গলা টিপে ধরে শ্বাসরুদ্ধের চেষ্টা করেন।
ফুল চাঁন মিয়ার আত্ম চিৎকারে পথচারী মিন্টু মিয়া, হায়দার, এছরাফিল সহ ফুল চাঁন মিয়ার ছোট ছেলে আসাদুজ্জামান আহত বৃদ্ধকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করান। বর্তমানে ভুক্তভোগী বৃদ্ধ ফুল চাঁন মিয়া সদর হাসপাতালের ৩য় তলার ৯ নং বেডে চিকিৎসাধীন রয়েছেন যার রেজি নং-৩০০৫/৩৯৮ এ বিষয়ে আহত ফুল চাঁন মিয়া অসুস্থ থাকায় কিছু বলতে পারেননি।
তার ছেলে আসাদুজ্জামান বলেন, আমার বৃদ্ধ বাবাকে অন্যায় ভাবে মারধোর করা হয়েছে এবং জমি বন্ধকের টাকা ছিনতাই করেছে আমি সুষ্ঠু, নিরপেক্ষ বিচার চেয়ে থানা অভিযোগ দিয়েছি।
ইতিপূর্বেও অভিযুক্ত মনজুরুল এর বিরুদ্ধে জমি দখল, মাছ চাষে বাঁধা দেওয়া, হুমকি-ধামকি, ভয়ভীতি দেখানোর কারণে গত ২০/৫/২৪ তারিখে একই এলাকার সামসুল হক একটি লিখিত অভিযোগ সদর থানায় দায়ের করেন।
বিষয়টি নিয়ে অভিযুক্ত মনজুরুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি মিথ্যা, আমি টাকা ছিনতাই করিনি। তদন্ত করলে সত্য বিষয়টি উদঘাটন হবে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এই নিউজ পোর্টাল এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি ও দণ্ডনীয় অপরাধ।